News Breaking
Live
wb_sunny

Breaking News

ওমর সানীর অভিযোগ নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

ওমর সানীর অভিযোগ নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

জায়েদ খানের বিরুদ্ধে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী। অভিযোগে উল্লেখ করেন, চার মাস ধরে তাঁদের সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। বিভিন্ন সময় নানা কৌশলে চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছেন। জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সানী। এই ঘটনার পর এবার বাংলাভিশনের সাথে কথা বললেন ইলিয়াস কাঞ্চন। 



তিনি বলেন, ওমর সানী লিখিত অভিযোগ জানিয়েছে যে, জায়েদ খান আমার স্ত্রী মৌসুমীকে চার মাস ধরে নানাভাবে হয়রানি ও বিরক্ত করছে।  আমার সংসার ভাঙার জন্য চেষ্টা করছে। অভিযোগের ভিত্তিতে সমিতির কার্যকরি পরিষদের মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত হবে আসলে কী করা যায়। এখানে সভাপতির একা কোনো সিদ্ধান্ত দেয়ার বিষয় না। 

শুক্রবার রাতে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছিলেন ওমর সানী ও জায়েদ খান। আর সেখানেই স্ত্রী মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। আর এতেই খেপে যান জায়েদ। পিস্তল বের করে গুলি করার হুমকি দেন ওমর সানীকে।

এ ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে রবিবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানী।

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

বাংলা সিরিয়াল আপডেট