News Breaking
Live
wb_sunny

Breaking News

এবার ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো

এবার ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। প্রতি ঈদে নিত্যনতুন চমক থাকে এ অনুষ্ঠানে। এবারও তার ব্যতিক্রম হয়নি।


এবার ‘আনন্দ মেলা’র সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোকে দেখা যাবে এবারের ‘আনন্দ মেলা ’ উপস্থাপনায়। নিজের অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি।


চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো ‘আনন্দ মেলা’। এবারের অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, ‘আনন্দ মেলা’জুড়ে থাকছে বিভিন্ন চমক। ‘আনন্দ মেলা’র জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।

এ ছাড়াও রয়েছে  নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নেবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এ ছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি  নাটিকা ও কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে এবারের ‘আনন্দ মেলা’।
Source: Somoy TV

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment

বাংলা সিরিয়াল আপডেট