News Breaking
Live
wb_sunny

Breaking News

আরটিভির ঈদ নাটকে ‘রিক্সা গার্ল’ তানজিন তিশা

আরটিভির ঈদ নাটকে ‘রিক্সা গার্ল’ তানজিন তিশা

শিখা, এক সংগ্রামী নারীর নাম। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায় বোনকে স্কুলে নামিয়ে। পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে ‘রেজাউল’ নামের অন্য এক মানুষের গল্প। তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে।


রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেওয়া। কখনও বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্য দিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প।

আহমেদ তাওকীর-এর রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় রিক্সা গার্ল হিসেবে শিখা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার বিপরীতে রেজাউল চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল রেজাউল। এ ছাড়া নাটকটিতে আরও অনেকেই অভিনয় করেছেন।

এবারের ঈদুল আজহায় আরটিভির বিশেষ আয়োজনে প্রচার হবে নাটকটি।

Source: RTV

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment

বাংলা সিরিয়াল আপডেট